বন্ধুদের পাঠানোর জন্য শুভ সকাল shuvo sokal sms শুভ সকাল love sms শুভ সকালের শুভেচ্ছা সুপ্রভাত ছবি ডাউনলোড করুন, সকলকে শুভ সকালের শুভেচ্ছা জানান সকাল।
কেমন হতো যদি আপনার প্রতিদিনের শুরুতে আপনাকে কেউ ভালো দেখে শুভ সকাল শুভেচ্ছা পাঠাতো? নিশ্চয়ই ভালো লাগত! ঠিক একই ভাবেই আপনিও যদি আপনার বন্ধু দের প্রতিদিন সকালে শুভ সকাল SMS পাঠান, তাহলে তাদেরও একই রকমের ভালো লাগে।
প্রতিদিন সকালে শুভ সকাল শুভেচ্ছা পাঠাবে এরকম বন্ধু খুঁজে পাওয়াটা বেশ কষ্টকর। কারণ আপনার ভালো চায় এরকম খুব কম মানুষকে পাশে পাবেন জীবনে। আপনার বেশিভাগ বন্ধুই আপনার পিছনে আপনার বাঁশ দেওয়ার কথা চিন্তাভাবনা করে, তবে কিছু ভালো বন্ধু আপনারা অবশ্যই পেয়ে যাবেন।
আপনি যদি আপনার এই সকল ভালো বন্ধুদের প্রতিদিন সকালে শুভ সকাল ছবি অথবা শুভ সকাল কবিতা পাঠিয়ে থাকেন, তাহলে দেখবেন আপনাদের মধ্যে সংযোগ বাড়বে এবং আপনার বন্ধুও আপনার সঙ্গে ফ্রী ভাবে মেলামেশা করতে সাহস পাবে এবং আপনার বন্ধুও আপনাকে সুপ্রভাত ছবি , শুভ সকালের শুভেচ্ছা পাঠাতে শুরু করবে।
মাথায় রাখবেন আপনি প্রতিদিন যাদের দিনের শুরুতেই শুভ সকাল শুভেচ্ছা ছবি পাঠিয়ে শুভ দিনের কামনা করবেন, তারাই কিন্তু বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়াবে। আর যারা আপনার অথবা আপনি যাদের ভালো চান না, তারা কিন্তু আপনার বিপদের দিনে আপনার থেকে মুখ ফিরিয়ে থাকবে এবং মনে মনে হাসাহাসি করবে।
বন্ধুত্ব দৃঢ় করার অন্যতম একটি উপায় হল শুভেচ্ছা পাঠানো, আপনি আপনার বন্ধুদেরকে যতো বেশি সুপ্রভাত কবিতা পাঠাবেন, আপনাদের বন্ধুত্বের বন্ধনটি ততই গাঢ় হয়ে উঠবে।
ভোরের প্রথম সোনালী আলো,
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোয়ায়,
ফুটলো সকাল কাটলো রাত,
তাই মিস্টি মুখে জানাই তোমায়...
🌻🌻🌄🌄সুপ্রভাত 🌻🌻🌄🌄
সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
তোমাকে জানাই...
🌻🌻🌄🌄শুভ সকাল 🌻🌻🌄🌄
যদি হাতে রাখো হাত,
আনবো ডেকে নতুন এক প্রভাত,
করবো শুরু নতুন করে দিন,
তোমায় জানাই...
🌻🌻🌄🌄Good Morning 🌻🌻🌄🌄
ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিস্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে।
🌻🌻🌄🌄শুভ সকাল 🌻🌻🌄🌄
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,
তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার জল,
তুমি বর্ষার এক পশলা বৃস্টি,
তুমি মাজ রাতের পূর্ণিমার চাদ,
তুমি সকালের স্নিগ্ধ সূর্যের আলো,
তুমি হলে আমার বন্ধু ভীষণ ভালো।
🌻🌻🌄🌄 সুপ্রভাত 🌻🌻🌄🌄
রাতে মশার জ্বালা,
দিনে মাছির জ্বালা,
ভোরে পাখির জ্বালা,
২৪ ঘন্টা এস এম এস এর জ্বালা,
সব ভুলে গিয়ে বলছি তোমায়...
🌻🌻🌄🌄সুপ্রভাত 🌻🌻🌄🌄
মায়াবী একটা সকাল,
মিষ্টি একটা সূর্য।
বিশাল একটা আকাশ,
এলোমেলো বাতাস।
সবুজ সবুজ ঘাস,
অপরূপ পাখির ডাক।
সুন্দর একটা দিন,
তোমাকে জানাই গুড মর্নিং।
শুভ সকাল শান্ত মন,
তুমি বন্ধু আছো কেমন?
রাত পোহালো ভোর হলো,
আমি বন্ধু আছি ভালো,
ভালো থেকো সারাদিন,
তোমাকে জানাই... Good Morning.
স্নিগ্ধ আলো রোজ সকালে,
আছড়ে পড়ে নদীর তীরে,
শুভ সকাল পৌঁছে দিলাম,
তোমার হৃদয়ের মন্দিরে।
🌻🌻🌄🌄 Good Morning 🌻🌻🌄🌄
আমি কল্পনাতে ভাসি, তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারায়, তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে।
🌻🌻🌄🌄 ...শুভ সকাল... 🌻🌻🌄🌄
চোখ খুলে দেখো দিগন্ত তোমায় ডাকছে,
পাখিরা আপন সুরে গাইছে মিস্টি গান,
সূর্য মামা তোমার জানালার ফাক দিয়ে আলো দিচ্ছে,
আর মোবাইল টা হাতে নিয়ে দেখো, কেউ তোমায়...
গুড মর্নিং জানিয়েছে… সুপ্রভাত।
নিশি যখন ভোর হবে,
সুখ তারা গুলো নিভে যাবে,
সামনে আসবে নতুন একটা দিন,
দিন টা হোক অমলিন,
শুভ হোক তোমার প্রতিদিন।
🌻🌻🌄🌄 শুভ সকাল 🌻🌻🌄🌄
শিশির ভেজা কোমল হাওয়া,
নরম ঘাসের আলতো ছোঁয়া।
মিষ্টি রোদের নরম আলো,
আখি মেলে দেখবে চলো!
সবাইকে— "শুভ সকাল"
বৃষ্টির মাঝে সকাল সাঝে, মেঘের শব্দ কানেতে বাজে।
তোমার সৃতি বুকের মাঝে, মনের ভেতর ঘন্টা বাজে।
তাই জীবন কাটাবো প্রেম হীন,ভবিষ্যৎ হবে রঙিন।
আবার এলো সেই বৃষ্টির সকাল, সবাইকে জানাই গুড মর্নিং।
ভোরের আলোয় স্নিগ্ধ হয়ে পাখিরা গাইছে গান,
ঘুমিয়ে পড়া ফুল গুলো পেলো নবপ্রান।
সকাল হলো পেরিয়ে একটি দীর্ঘতম রাত,
ভালো কাটুক সকালটি তোমার জানাই সুপ্রভাত।
চাঁদের আলো ফুরিয়ে এলো,
তারা গুলো সব হারিয়ে গেলো,
সূর্য মামা উঠলো হেসে তারিয়ে দিয়ে রাত,
ভালোবেসে বন্ধু তোমায় জানাই সুপ্রভাত।
সুখের জন্য “স্বপ্ন”,
দুখের জন্য “হাসি”,
সকালের জন্য “আলো”,
চাঁদের জন্য “নিশি”,
মনের জন্য “আশা”,
তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”
🌻🌻🌄🌄 ... শুভ সকাল ... 🌻🌻🌄🌄
রাত গেল ঘুমে ঘুমে, হয়ে গেল ভোর।
ঘুম থেকে ঊঠে পড়, খুলে দাউ ডোর।
মনটা রাখ হাসি খুশি,
আজ সারা সকাল,
মন থেকে বলছি তোমায়...
🌻🌻🌄🌄 "গুড মর্নিং" 🌻🌻🌄🌄
হতাশার অন্ধকার যতই ঘনীভূত হোক,
ধৈর্য্য ধারণ করো.....
সুপ্রভাত অতি সন্নিকটে....
ভালো কাটুক আজকের সকালটি।
🌻🌻🌄🌄 "গুড মর্নিং" 🌻🌻🌄🌄
পৃথিবীর বুকটা চিড়ে সূর্য যখন ওঠে,
পাখির গানে শুদ্ধ হয়ে ফুলের হাসি ফোটে ৷৷
আবার এলো ভরিয়ে দিতে এই ধরনীর মুখ,
নাও গো খুঁজে লুকিয়ে থাকা তোমার পাওনা সুখ ৷৷
এ যে কেবল তুমিই পাবে ছড়াও ভালোবেসে,
আমি নেবো একটু খানি
তোমার কাছে এসে ৷৷
শুভ সকাল জানাই তোমায় এই এস এম এস।।
সকালের নির্মল বাতাস,
নীল আকাশ,সবুজের ভিড়ে
পাখিদের কলতান ভরিয়ে দিক
তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে.....
🌻🌻🌄🌄সুপ্রভাত🌻🌻🌄🌄
জীবন একটাই,তাকে ভালোবাসুন এবং সুখী থাকুন.....
ভালো কাটুক আজকের সকালটি....
🌻🌻🌄🌄শুভ সকাল 🌻🌻🌄🌄
অপেক্ষারা যখন
গল্প বানিয়ে একাকীত্বের সঙ্গী জীবন
তখন ব্যস্ত সকালে পরাধীনতায় বন্দী।
🌻🌻🌄🌄সুপ্রভাত 🌻🌻🌄🌄
তোমার কাছে হাজির হলো একটা নতুন সকাল,
তাই প্রিয়জনের সাথে খুশি আর আনন্দে
এই সকালটির মজা নাও,
যাতে আজ শুভ সকালের শুভেচ্ছা
ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন,
রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক
তোমার জীবন, দুঃখ কষ্টগুলো হারিয়ে যাক
দুর অজানার দেশে।
তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে।
এই কামনা করি বিধাতার কাছে।
ভালো থেকো তুমি মিষ্টি সকালের সোনালী রোদ্দুরের মতো ভালো থেকো তুমি
আকাশের বুকে মেঘ পরীদের মতো ভালো থেকো তুমি
সকালের হিমেল বাতাসের ছোঁয়ার মতো ভালো থেকো তুমি
পাখির কলরবে মুখরিত প্রকৃতির মতো। ভালো থেকো তুমি
🌻🌻🌄🌄শুভ সকাল🌻🌻🌄🌄
শিশিরের স্পর্শে যেমন ফুলগুলি সব ফোটে,
শীতল হাওয়ার ছোয়ায় মন সতেজ হয়ে ওঠে,
তুমিও হয়ে উঠতে পারো এই মুহুর্তের স্বাক্ষী,
সকাল বেলার সূর্য তোমায় তাই করতে চায় সঙ্গী।
🌻🌻🌄🌄শুভ সকাল🌻🌻🌄🌄
সবাই বলে ভালো মানুষদের জীবনে রাখো
এবং খারাপ মানুষদের ত্যাগ করো..
কিন্তু আসলে এটি হবে মানুষের মধ্যে ভালো দিকটি দেখো
এবং তার খারাপ দিকটি উপেক্ষা করো...
🌻🌻🌄🌄সুপ্রভাত..... 🌻🌻🌄🌄
প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়,
তাই অতীতে কি করেছো তাতে সত্যিই কিছুই সে যায় না....
প্রতিসকাল নতুন করে শুরু করো।
🌻🌻🌄🌄সুপ্রভাত 🌻🌻🌄🌄
যদি তুমি জানো তোমার মধ্যে অসম্ভব বলে কোনো শব্দ নেই,
তাহলে আজকের সকালটি তোমার জন্য.....
ভালো কাটুক তোমার সকালটি....
🌻🌻🌄🌄শুভ সকাল 🌻🌻🌄🌄
জীবন একটাই,তাকে ভালোবাসুন
এবং সুখী থাকুন.....
ভালো কাটুক আজকের সকালটি....
🌻🌻🌄🌄শুভ সকাল🌻🌻🌄🌄
সকালের নির্মল বাতাস,
নীল আকাশ,সবুজের ভিড়ে পাখিদের কলতান
ভরিয়ে দিক তোমার জীবনের প্
রতিটি মুহূর্ত আনন্দে.....
🌻🌻🌄🌄সুপ্রভাত🌻🌻🌄🌄
হতাশার অন্ধকার
যতই ঘনীভূত হোক,
ধৈর্য্য ধারণ করো.....
প্রভাত অতি সন্নিকটে.....
ভালো কাটুক আজকের সকালটি সুপ্রভাত
পৃথিবী জুড়ে অনেক ভাষা আছে,
কিন্তু হাসি তার মধ্যে শ্রেষ্ঠতম ভাষা....
তাই তোমার মুখের হাসি কখনো ম্লান হতে দিও না....
হাসো এবং অপরকে হাসাও......
🌻🌻🌄🌄শুভ সকাল🌻🌻🌄🌄
ইতিবাচক চিন্তা করো,
দেখবে পৃথিবী কতো সুন্দর.....
শুভ হোক আজকের সকালটি তোমার।
🌻🌻🌄🌄সুপ্রভাত🌻🌻🌄🌄
ঘুম ঘুম রাত শেষে,
সূর্য আবার উঠলো হেসে,
ফুটছে ওই সকালের আলো,
সকালটা সবার কাটুক ভালো।
🌻🌻🌄🌄শুভ সকাল🌻🌻🌄🌄
প্রতিদিনের সকালের স্নিগ্ধ বাতাসের সঙ্গে আপনার দিনটি শুভ হোক, এটা আপনার সব বন্ধু চায় না। সারা দিনটি আপনার কেমন কাটবে, সেটা নির্ভর করে আপনার সকালের উপরে।
আপনার সকালটি যদি শুভ ভাবে কাটে, তাহলে আপনি ১০০% নিশ্চিত থাকতে পারেন যে, আপনার সারা দিনটিও শুভ ভাবে যাবে।
আপনি আমাদের এই ওয়েবসাইট থেকে বন্ধুদের পাঠানোর জন্য শুভ সকাল shuvo sokal sms শুভ সকাল love sms শুভ সকালের শুভেচ্ছা সুপ্রভাত ছবি ডাউনলোড করুন, সকলকে শুভ সকালের শুভেচ্ছা জানান।
COMMENTS