মায়া - Maya Lyrics Warfaze Band | Palash Noor
মায়া লিরিক্স – ওয়ারফেজ ব্যান্ড: -
এই পথ আগেরই মতন
ঠিক তেমনই আছে,
এই রাত সেই রাতের
কত কথা বলে,
চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে।
ঠিক তেমনই আছে,
এই রাত সেই রাতের
কত কথা বলে,
চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে।
সব ভুলে গিয়ে আবার হারাতে চাই
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়,
তুমি আমি দু’জনায় চলো আবার হারাই
আবার হারাই, আবার হারাই।
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়,
তুমি আমি দু’জনায় চলো আবার হারাই
আবার হারাই, আবার হারাই।
থমকে যাওয়া প্রহর
আবার যেনো প্রাণ খুঁজে পায়,
কোটি তারারা, তোমার আঁচলে ছড়ায়।
আবার যেনো প্রাণ খুঁজে পায়,
কোটি তারারা, তোমার আঁচলে ছড়ায়।
থমকে যাওয়া প্রহর
আবার যেনো প্রাণ খুঁজে পায় ..
চলে যাওয়ার বিষাদ সুর এখনো কানে বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে।
আবার যেনো প্রাণ খুঁজে পায় ..
চলে যাওয়ার বিষাদ সুর এখনো কানে বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে।
সব ভুলে গিয়ে আবার হারাতে চাই
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়,
তুমি আমি দুজনায় চলো আবার হারাই
আবার হারাই, আবার হারাই।
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়,
তুমি আমি দুজনায় চলো আবার হারাই
আবার হারাই, আবার হারাই।
চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে।
সব ভুলে গিয়ে আবার হারাতে চাই
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়,
তুমি আমি দুজনায় চলো আবার হারাই
আবার হারাই, আবার হারাই ..
আবার হারাই ..
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে।
সব ভুলে গিয়ে আবার হারাতে চাই
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়,
তুমি আমি দুজনায় চলো আবার হারাই
আবার হারাই, আবার হারাই ..
আবার হারাই ..
Maya Song Lyrics In Bengali by Warfaze Band: -
Ei poth ageri moton thik temoni ache
Ei raat sei raater koto kotha bole
Chole jaowar bishad sur ekhono hridoye baaje
Tarporeo keno jeno eikhane phire ashe
Sob bhule giye abar harate chai
Tomar haat ta dhore ei neel jochonay
Tumi ami dujonay cholo abar harai
Thomke jaowa prohor
Abar jeno praan khuje paay
Koti tarara tomar achole choray
Chole jaowar bishad sur ekhono kaane baaje
Tarporeo keno jeno eikhane phire ashe
Song : Maya
Performed by : Warfaze Band
Vocal, Lyrics And Tune : Palash Noor
Presented by : Loyy Records
Slide Solo : Soumen
Guitar Solo : Kamal
আইকনিক ওয়ারফেজ ব্যান্ডের "মায়া" গানটি একটি চিত্তাকর্ষক মিউজিক্যাল মাস্টারপিস। এই আত্মা-আলোড়নকারী ট্র্যাকটিতে পলাশ নূরের অসাধারণ প্রতিভা দেখানো হয়েছে, যিনি কেবল তার শক্তিশালী কণ্ঠই দেননি বরং হৃদয়গ্রাহী গান লিখেছেন এবং উদ্দীপক সুর রচনা করেছেন। লয়ি রেকর্ডস দ্বারা উপস্থাপিত, "মায়া" শ্রোতাকে একটি আবেগময় যাত্রায় নিয়ে যায়, দক্ষতার সাথে সুর এবং অর্থপূর্ণ গানের মিশ্রণ। সৌমেন দ্বারা সঞ্চালিত একটি অবিশ্বাস্য স্লাইড একক এবং কামালের একটি মন্ত্রমুগ্ধ গিটার একক সহ গানটির যন্ত্র উপাদানগুলি সমানভাবে চিত্তাকর্ষক। "মায়া" হল ওয়ারফেজ ব্যান্ডের ব্যতিক্রমী সঙ্গীতের দক্ষতা এবং পলাশ নূর, সৌমেন এবং কামালের অসাধারণ সৃজনশীল অবদানের একটি প্রমাণ।
The song "Maya" by the iconic Warfaze Band is a captivating musical masterpiece. This soul-stirring track features the remarkable talents of Palash Noor, who not only lends his powerful vocals but also penned the heartfelt lyrics and composed the evocative tune. Presented by Loyy Records, "Maya" takes the listener on an emotional journey, expertly blending melodies and meaningful lyrics. The instrumental components of the song are equally impressive, with an incredible slide solo performed by Soumen and a mesmerizing guitar solo by Kamal. "Maya" is a testament to the exceptional musical prowess of Warfaze Band and the remarkable creative contributions of Palash Noor, Soumen, and Kamal.
COMMENTS