নিঠুর মনোহর - Nithur Monohor Lyrics By Ishaan Mozumder
নিঠুর মনোহর লিরিক্স – ঈশান মজুমদার :
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া,
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া, কেমন আছি,
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া,
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া।
যদি দেখার ইচ্ছা হয়
তোমার নিঠুর মনে লয়,
কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়।
যদি দেখার ইচ্ছা হয়
তোমার নিঠুর মনে লয়,
কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়।
আমি জল ভরিবার ছল করিয়া
দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার,
আমি জল ভরিবার ছল করিয়া
দেখব নয়ন ভরিয়া,
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া।
আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগর,
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর।
আ রে,
আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগর,
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর।
আমি প্রেমফাঁসি লইয়া গলে
যাইগো যদি মরিয়া, প্রেমফাঁসি,
আমি প্রেমফাঁসি লইয়া গলে
যাইগো যদি মরিয়া,
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া।
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া,
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া, কেমন আছি,
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া,
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া।
Nithur Monohor Song Lyrics In Bengali :
Amar bondhu chikon kaliya
Deikho ashiya
Ami kemon achi porer ghore
Tomare pashoriya
Deikho ashiya
Jodi dekhar iccha hoy
Tomar nithur mone loy
Kalindir ghate aisho dupurer somoy
Ami jol bhoribar chol koriya
Dekhbo noyon bhoriya
Deikho asiya
Amar bondhu chikan kaliya
Deikho ashiya
Amar nithur monohor
Jodi pai tomar lagor
Khuliya koitam tomare poraner khobor
Ami premfashi loiya gole
Jaigo jodi moriya
Deikho ashiya
Amar bandhu chikon kaliya
Deikho ashiya
Song : Nithur Monohor
Vocal And Lyrics : Ishaan Mozumder
A Production by Studio FORK
Directed & Edited by : F. S. Samir
AD : Arpon Dutt
Cinematographer : Rashedul Tawhid
Label : Ishaan এর Gaan
"নিথুর মনোহর" প্রতিভাবান শিল্পী ঈশান মজুমদারের একটি মনোমুগ্ধকর গান, যিনি কেবল তার হৃদয়গ্রাহী কণ্ঠই দেননি, হৃদয়গ্রাহী গানের কথাও লিখেছেন। এই মিউজিক্যাল মাস্টারপিসটি স্টুডিও ফোর্কের একটি প্রযোজনা, যা ব্যতিক্রমী অডিওভিজুয়াল অভিজ্ঞতা প্রদানের জন্য তাদের উত্সর্গ প্রদর্শন করে। এফ এস সামির ের দ্বারা দক্ষতার সাথে পরিচালিত এবং সম্পাদিত ভিডিওটি একটি আকর্ষণীয় আখ্যান কে একত্রিত করে। পর্দার আড়ালে সহায়ক দলে সহকারী পরিচালক হিসাবে অর্পন দত্ত এবং চিত্রগ্রাহক হিসাবে রাশেদুল তৌহিদ রয়েছেন, যা ভিজ্যুয়াল উপাদানগুলি গানের সংবেদনশীল গভীরতার পরিপূরক। 'ঈশান এর গান' লেবেলে মুক্তি পেয়েছে 'নিথুর মনোহর', যা ঈশান মজুমদারের ব্যক্তিগত স্পর্শকে প্রতিফলিত করে। এই সহযোগিতা শ্রোতাদের তার মধুর সৌন্দর্য এবং লিরিকাল চতুরতা দিয়ে মুগ্ধ করার প্রতিশ্রুতি দেয়।
"Nithur Monohor" is a captivating song brought to life by the talented artist Ishaan Mozumder, who not only lends his soulful vocals but also pens down the heartfelt lyrics. This musical masterpiece is a production by Studio FORK, showcasing their dedication to delivering exceptional audiovisual experiences. The video, skillfully directed and edited by F. S. Samir, weaves together a compelling narrative. The supporting team behind the scenes includes Arpon Dutt as the Assistant Director and Rashedul Tawhid as the Cinematographer, ensuring the visual elements complement the song's emotional depth. "Nithur Monohor" is released under the label "Ishaan এর Gaan," reflecting Ishaan Mozumder's personal touch in bringing this musical gem to the audience. This collaboration promises to enchant listeners with its melodic beauty and lyrical finesse.
COMMENTS