GDP -র পুরো অর্থ " Gross Domestic Product " বা " মোট দেশীয় পন্য "। GDP-র সাহায্য কোনো দেশের অর্থনীতির অবস্থা বুঝতে পা...
GDP-র পুরো অর্থ "Gross Domestic Product" বা "মোট দেশীয় পন্য"। GDP-র সাহায্য কোনো দেশের অর্থনীতির অবস্থা বুঝতে পারা যায়। দেশের অর্থনীতির ক্ষেত্রে GDP একটি সূচক হিসেবে কাজ করে।
GDP নির্ণয়ের হিসাব(Calculation of GDP)
GDP পরিমাপের সূত্র (Formula of GDP Calculation)
GDP-র ধারণা কিভাবে আসলো?(History Behind the Concept of GDP)
দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, সেই সময় বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতির অবস্থা অকল্পনীয় ভাবে বেহাল হয়ে পড়ে।এই পরিস্থিতিকে সামাল দিতে, ১৯৩৪ সালে আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ Simon Kuznets একটা ধারনা পুরো বিশ্বের সামনে নিয়ে আসে। এখান থেকে GDP-র ধারণা শুরু।
বিশ্বের কোন দেশ অর্থনীতিতে কতোটা অগ্রগতি লাভ করেছে, সেটা সেই দেশের GDP-র উপর চোখ রাখলেই বোঝা যায়, অর্থাৎ কোনো দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থার বাহ্যিক চিত্র হলো GDP।
GDP কি?(What is GDP?)
খুব সহজ ভাষায় বলতে গেলে, কোনো নির্দিষ্ট সময়কালের ব্যবধানে কোনো দেশের মধ্যে উৎপাদিত সকল পণ্যের মোট বাজার দরকেই ওই দেশের GDP ধরা হয়।
GDP সাধারণত একবছরের পরিপ্রেক্ষিতে মাপা হয়, তবে কোনো দেশের সরকার যখন সেই দেশের GDP প্রকাশ করে, তখন দুধরনের ফলাফল তারা প্রকাশ করে,
- এক বছরের পরিপ্রেক্ষিতে GDP।
- ত্রৈমাসিক বা তিনমাসের পরিপ্রেক্ষিতে GDP।
GDP-র বুনিয়াদি (The Basics of GDP)
Gross Domestic Product বা মোট দেশীয় পন্য বলতে ওই দেশের সকল প্রকার সরকারি ও বেসরকারি ব্যয়, বেসরকারি খাতে বিনিয়োগ, দেশীয় কোম্পানির বিনিয়োগ, দেশীয় ঋণ পরিশোধ এবং বানিজ্যিক বৈদেশিক ভারসাম্য-কে বোঝায়।
তবে GDP-র মধ্যে শুধুই রপ্তানিকৃত মূল্যকেই ধরা হয়, আমদানিকৃত মূল্যকে ধরা হয় না।
উদাহরণ (Example)
এখানে GDP-র উদাহরণ দেওয়ার জন্য America-র কথা ধরে নিলাম।
ধরি,কোনো এক বছরে America তে মোট 100kg চাল উৎপাদন হয়, প্রতি কেজি চালের বাজার মূল্য 2USD। ওই বছরেই America-তে আরও 200kg গম উৎপাদন হলো এবং প্রতি কেজি গমের বাজার মূল্য 3USD।
সুতরাং, ওই বছরে America-র জিডিপি হবে,
= (100×2)+(200×3)
= 800 USD
এবার ধরুন, ওই বছরে পুরো America-র মোট প্রয়োজন যথাক্রমে 150Kg চাল এবং 250Kg গম। তাই প্রয়োজন মেটাতে America বিদেশ থেকে 3USD/Kg দরে 50Kg চাল এবং 4USD/Kg দরে 50Kg গম আমদানি করলো।
তাহলে ওই বছর America-র চূড়ান্ত GDP হবে,
= 800 - {(50 × 3) + (50 × 4)}
= 450 USD
সুতরাং, আশা করি বুঝতে পারলেন যে, দেশের GDP শুধু দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের বাজার দরের উপর নির্ভর করে না, বরং অনেকটাই বিদেশ থেকে আমদানি পণ্যের উপরে ও নির্ভর করে।
এটা হলো GDP নির্ণয়ের একদম সরলীকৃত উদাহরণ।
কত রকমভাবে GDP নির্ণয় করা যায়?(Types of GDP measurements)
সাধারণত ৪ রকম ভাবে GDP নির্ণয় করা সম্ভব,
- Nominal GDP :- উপরের উদাহরণে America-র যে 450USD-র GDP দেখানো হয়েছে।সেটাই হলো Nominal GDP।
- Real GDP :- কোনো দেশের GDP-র হিসাবটি যখন অন্যান্য বছরে বা অন্যান্য সময়ে পাওয়া ওই দেশের GDP-র পরিপ্রেক্ষিতে করা হয়, তখন সেটাকে Real GDP বলা হয়।
- GDP growth rate:- এটা সাধারণত ত্রৈমাসিক সময়ের ব্যবধানে করা হয়, অর্থাৎ কোনো বছরের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কোনো দেশের যে পরিমাণ GDP ছিলো, তার থেকে পরবর্তী এপ্রিল মাস থেকে জুন মাসের শেষ পর্যন্ত পাওয়া GDP-র মান বৃদ্ধি পেলে বলা যায় যে দেশের GDP growth rate বৃদ্ধি পেয়েছে।
- GDP per capita:- এটার অর্থ হলো, "মাথা পিছু GDP", অর্থাৎ কেউ যদি বিদেশে থাকে, তাহলে সেই ব্যক্তি কি পরিমান অর্থ বিদেশ থেকে দেশে নিয়ে আসছে, তার উপরে GDP per capita নির্ভর করে। এছাড়াও দেশের মধ্যে বসবাসকারী নাগরিকদের বাৎসরিক আয় বৃদ্ধি পেলে GDP per capita বৃদ্ধি পায়।
GDP সাধারণত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়,
- ব্যয়।
- উৎপাদন।
- আয়।
GDP পরিমাপের একটি standard formula রয়েছে,
GDP = G + C + I + NX
G= Government Spending (সরকারী খরচ)
C= Consumption (খরচ)
I= Investment (বিনিয়োগ)
NX= Net export (মোট রপ্তানি)
NX= ( রপ্তানি - আমদানি )
List of top 10 countries by GDP (nominal)
Rank
|
Country
|
GDP(US$Million)
|
1
|
United
States
|
19,390,604
|
2
|
China
|
12,237,700
|
3
|
Japan
|
4,872,137
|
4
|
Germany
|
3,677,439
|
5
|
India
|
2,650,034
|
6
|
United
Kingdom
|
2,622,434
|
7
|
France
|
2,582,501
|
8
|
Brazil
|
2,055,506
|
9
|
Italy
|
1,934,798
|
10
|
Canada
|
1,653,043
|
উপরের আলোচনায় GDP নিয়ে একটা সরল চিত্র বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই প্রতিবেদন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দিধায় নীচের comment box -এ জানানোর অনুরোধ রইল।
উদাহরণ স্বরুপ যে বলে বাংলাদেশের জিডিপি ৬.৫। এই পার্সেন্টিস কিভাবে বের করে? এবং এই পার্সেন্টিসটা কিসের?
উত্তরমুছুন