ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায় জেনে ফর্সা হয়ে যান মাত্র ৭ দিনেই। প্রাকৃতিক ভাবে ফর্সা হওয়ার বিশেষ উপায়গুলো জেনে নিন। মেয়েদের এবং ছেলেদের ফর্সা হওয়ার উপায় গুলো জানুন।
ফর্সা সুন্দর উজ্জ্বল বর্ণের ত্বক এর ইচ্ছা কার না থাকে, প্রত্যেকেই চাই আমাদের ত্বক অন্যের থেকে ফর্সা সুন্দর উজ্জ্বল হোক আর তাও যদি ঘরে বসে বিনা খরচে বা সামান্য খরচে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হয়! হ্যাঁ ঠিকই শুনছেন, আজকে আপনারা জানবেন এমন কিছু ফর্সা হওয়ার উপায়, যেগুলো ব্যবহার করে আপনি মাত্র ৭ দিনেই প্রাকৃতিকভাবে ফর্সা হয়ে উঠবেন।
আপনিও হতে পারেন সুন্দর উজ্জ্বল ফর্সা ত্বকের মালিক মাত্র সাত দিনেই। আজকাল জামাকাপড় জুতো এগুলোর মতোই সুন্দর উজ্জ্বল ফর্সা ত্বক বানানটাও একটা ফ্যাশনে পরিণত হয়েছে, আর আপনার ফ্যাশন সৌন্দর্যের কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি, মাত্র ৭ দিনেই ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ফর্সা হওয়ার সহজ ও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত কৌশল,যেগুলো বাড়ি বসে মাত্র সাত দিন মেনে চলুন। ফর্সা হওয়ার উপায়গুলো ব্যবহার করে আপনিও হয়ে উঠুন ফর্সা মাত্র তাও আবার ৭ দিনের মধ্যেই!
প্রাকৃতিক প্রমতিও উপায়ে ফর্সা হওয়ার টিপসঃ-
বেসন দুধ ও মধুর মিশ্রণ:-
২ চামচ বেসন, ৩ চামচ দুধ (টী স্পুন/চা চামচ) ও মধু
নিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিন। মুখটি জল দিয়ে ধুয়ে মুছে ফেলে তারপর ঐ
মিশ্রন ভালো করে মুখছ লাগান। ১৫-২০ মিনিট লাগিয়ে রাখার পর ঠান্ডা জলে
ধুয়ে ফেলুন। দিনে দুবার করতে পারেন তবে একবার করলেও চলবে সব থেকে ভালো হয়
রাতে ঘুমানোর পূর্বে নিয়মিত করা।
শশার রস ও মধু মিশিয়ে মাখুন:-
শশার লস বের করবেন ও সম পরিমাণ মধু মিশিয়ে নিয়ে মুখে ভালো করে লাগান। মিনিট পাঁচেক অপেক্ষা করুন এরপর ধুয়ে ফেলুন। সঙ্গে সঙ্গে ফলাফল প্রত্যক্ষ করতে পারবেন। ত্বক ও মুখমন্ডলি ফর্সা, সুন্দর ও উজ্জ্বল করার এটিই সব থেকে সহজ উপায়।টমাটো ও লেবুর রস:-
বাড়িতে থাকা একটি বা ছোটো হলে দুটি টমাটো নিয়ে ভালে করে চটকে লিকুইড বানিয়ে ফেলুন এর অর্ধেক লেবুর রস (পরিমাণ মত গোটা লেবু ও নিতে পারেন) ভালো করে মিশিয়ে নিন এরপর মুখে ভালো করে মাখিয়ে রেখে দিন ১৫ মিনিট, তার সাধারণ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনি গলায় ব্যবহার করে একই ফল পেতে পারেন এতে আপনার উজ্জ্বলতা ও ফর্সাভাব আরও বেশি প্রাকৃতিক মনে হবে।তবে মনে রাখবেন, রাতারাতি পুরো ত্বক ফর্সা করার নিরাপদ কোন উপায় নেই। তাই দোকান থেকে কিনতে পাওয়া ক্রিম, পাওডার অথবা ঔষধ ব্যবহার করা বন্ধ করুন।
একান্তই যদি ফর্সা হতে চান, তাহলে প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় অনুসরণ করুন, প্রাণীকুল প্রকৃতির বুকেই গড়ে উঠেছে, সুতরাং প্রকৃতিকেই আঁকড়ে ধরেই নিজের ভিতরে এবং বাইরে ফর্সা হওয়ার চেষ্টা করুন।
ReplyDeleteNijer Jibon(রাতারাতি ফর্সা হওয়ার উপায়)