কষ্টের বাংলা স্ট্যাটাস, কষ্টের পিক, কষ্টের কবিতা, দুঃখের স্ট্যাটাস কবিতা, কষ্ট ছবি, বন্ধুত্বের কষ্টের sms, ভালোবাসার কবিতা, কষ্টের কথা নিয়ে লেখা কবিতা
বাংলা ভাষায় সেরা কষ্টের স্ট্যাটাস খুঁজছেন? তাহলে আপনি এখন সঠিক জায়গায় এসে গিয়েছেন! আজকের এই প্রতিবেদনে আমরা কষ্টের স্ট্যাটাস ( koster status bangla ) নিয়ে আলোচনা করেছি, আমরা ইন্টারনেটর বিভিন্ন প্রান্ত থেকে কষ্টের ছবি, কষ্টের কবিতা, দুঃখের কবিতা, ভালোবাসার কবিতা ইত্যাদি সংগ্রহ করে নিয়ে এসেছি! আশাকরি আপনাদের কাছে আমাদের কষ্টের স্ট্যাটাস সংগ্রহ অনেক মূল্যবান মনে হবে!
প্রয়োজন ফুড়িয়ে গেলে বলে দিও
তবু অভিনয় করিও না.!
এমন অভিমান করো না,
যে অভিমান শেষে
আমায় খুজে পাবেনা!
স্বপ্নটা তুমি;
আর বাস্তবটা
চোখের জল!
প্রথম প্রেম বেশি
কিছু দিন না দিলেও
লুকিয়ে কান্না করা টা
শিখিয়ে দেয়!
প্রেমে পড়ো না;
ভালবাসতে শেখো!
কারন প্রেম টা শরীরের,
কিন্তু ভালবাসা টা হৃদয়ের!
জানি সে আমার নয়
তবু তাকে হারানোর ভয়।
মানুষ কখনোই একা নয়।।
কারন যখন সবাই দূরে থাকে
তখনও অতীত ঠিকই
আপনাকে সঙ্গ দেয় ।।
আগুনের দেখেছো কি
আগুন হয়ে জ্বলছি আমি
তুমি যাকে আগুন বল
আমি তাকে বলি পানি😔
স্মৃতির জোনাকী ছাড়া
আর কিছু নেই
বুকের বাম পাশে💔💔
স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে💤💤
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরালে!!😭😭
তোর দেয়া সন্ধাটাই ছিল ভাল🙏🙏
আমার সাজানো সকালটা
আমার ভাল লাগেনা!!😨😨
রাতটা কেবলই ঘুমিয়ে যায়💤💤
ঘুমোয় সারা শহর, 🕚🕚
আমার চোখই অস্থির হয়ে☺☺
গুনতে থাকে প্রহর!🕐🕑🕒
যদি খুব দেরী হয়ে যায়-
ভাববো এটুকুই ছিল পাওয়ার।
মধ্যরাতের কষ্ট গুলো
বড় বেহায়া
না দেয় ঘুমাতে
না দেয় জেগে থাকতে
পারে শুধু অশান্তির মধ্যে রাখতে
বিধ্বস্ত নগরী পুর্নঃগঠিত হয়
বিধ্বস্ত হৃদয় কখনোই নয়।
যারা সত্যিকারের
ভালোবাসতে চায়
তাদের ভাগ্যে কখনো
ভালোবাসা জুটে না
শুধু জুটে পুরো
পৃথিবীর সমান অবহেলা..
দুজনেই বদলে গেছি
তুমি ইচ্ছে করে
আর আমি বাধ্য হয়ে।
যত্ন করে কাঁদানোর জন্য
আপন মানুষ গুলো যতেষ্ট!
কষ্ট গুলো লুকানোর জন্যে
সামান্য মিথ্যে হাসি আর
ভালই আছি
বলাটাই যথেষ্ট।
একদিন বুঝবে
তোমার হৃদয়ে আমার
অভাবটা ঠিক কতটা জুড়ে?
প্রার্থনা করবো যেন কোনদিন
নিজের ভুলটা বুঝতে না পারিস।
সহ্য করতে পারবি না
দূরে থাকাটা কঠিন নয়
কঠিন হল তার
দেওয়া স্মৃতিগুলো থেকে
দূরে থাকা।
প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
কিন্তু বেদনা থাকে সারাটি জীবন!
হাজারো রং এর প্রয়োজন
কিন্তু ,সেই মনের আকাশে
কালো মেঘ জমানোর জন্য
একটি ছোট দুঃখই যথেষ্ট।
জীবনটা তখনই সুন্দর ছিল,
যখন ছুটতাম না সুখের পিছু,
বুঝতাম না আসলে বাস্তবতা কি??
আজো স্বপ্নে এলি
আজো হৃদয় পোড়ালি,
আজো কাঁদালি অঝর
আজো বুক ভেঙে দিলি!
তোমার অবহেলা
সহ্য করতে করতে
সত্যি আজ
বড় ক্লান্ত আমি!!
জীবনটা শাবানা আর আলমগীর এর
বাংলা ছায়াছবির মত হয়ে গেছে।
খালি কষ্ট আর কষ্ট।
অতি প্রেমে মধুও বিষ
স্বল্প প্রেমে তক্তাও বালিশ!
নেশা কেটে গেছে,
তবু তুমি রয়ে গেছো!
পুরুষ কাঁদে তখন যখন
কষ্টের সীমা থাকে
মৃত্যুর কাছাকাছি
নারী কাদে তখন যখন
তেলাপোকা থাকে কাছাকাছি!
তুমি ভাবছো ভুলে গেছি
এদিকে আমি কাঁদছি,
তুমি ভাবছো ঘুমিয়ে আমি
আসলে স্বপ্ন আঁকছি!
ভালবাসার জন্য নয়
ভালবাসি বলেই
আজও তোমায় ভালবাসি!
জীবন আসে
জীবন ভাসে অজানা স্রোতে
তবুও জীবন এগিয়ে চলে
আশার লক্ষ্য-পথে।
কেউ শুধু খুঁজল টাকা
কেউ খুঁজল হাসি
শত আঘাত পেয়েও কেউ
বলে ভালবাসি!!
তুই নেই তবু এ মনে তুই আছিস,
আমি নেই তবু কারে ভালবাসিস?
কি করে পারিস?
কষ্টের সময় চোখের
ঘুমও স্বার্থপর হয়ে যায়,
ছেড়ে চলে যায় সবার মত!!
সময় খারাপ যাচ্চে
তবুও বলতে হয় ভালোই আছি:)
জীবন জুড়ে খালি
স্মৃতির মিছিল,
বাঁধন গুলো
আজ বড্ড শিথিল!
তুমি বর্তমান পেয়ে
অতীত ভুলে গেলে।
তবু অভিনয় করিও না.!
এমন অভিমান করো না,
যে অভিমান শেষে
আমায় খুজে পাবেনা!
স্বপ্নটা তুমি;
আর বাস্তবটা
চোখের জল!
প্রথম প্রেম বেশি
কিছু দিন না দিলেও
লুকিয়ে কান্না করা টা
শিখিয়ে দেয়!
প্রেমে পড়ো না;
ভালবাসতে শেখো!
কারন প্রেম টা শরীরের,
কিন্তু ভালবাসা টা হৃদয়ের!
জানি সে আমার নয়
তবু তাকে হারানোর ভয়।
মানুষ কখনোই একা নয়।।
কারন যখন সবাই দূরে থাকে
তখনও অতীত ঠিকই
আপনাকে সঙ্গ দেয় ।।
আগুনের দেখেছো কি
আগুন হয়ে জ্বলছি আমি
তুমি যাকে আগুন বল
আমি তাকে বলি পানি😔
স্মৃতির জোনাকী ছাড়া
আর কিছু নেই
বুকের বাম পাশে💔💔
স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে💤💤
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরালে!!😭😭
তোর দেয়া সন্ধাটাই ছিল ভাল🙏🙏
আমার সাজানো সকালটা
আমার ভাল লাগেনা!!😨😨
রাতটা কেবলই ঘুমিয়ে যায়💤💤
ঘুমোয় সারা শহর, 🕚🕚
আমার চোখই অস্থির হয়ে☺☺
গুনতে থাকে প্রহর!🕐🕑🕒
যদি খুব দেরী হয়ে যায়-
ভাববো এটুকুই ছিল পাওয়ার।
মধ্যরাতের কষ্ট গুলো
বড় বেহায়া
না দেয় ঘুমাতে
না দেয় জেগে থাকতে
পারে শুধু অশান্তির মধ্যে রাখতে
বিধ্বস্ত নগরী পুর্নঃগঠিত হয়
বিধ্বস্ত হৃদয় কখনোই নয়।
যারা সত্যিকারের
ভালোবাসতে চায়
তাদের ভাগ্যে কখনো
ভালোবাসা জুটে না
শুধু জুটে পুরো
পৃথিবীর সমান অবহেলা..
দুজনেই বদলে গেছি
তুমি ইচ্ছে করে
আর আমি বাধ্য হয়ে।
যত্ন করে কাঁদানোর জন্য
আপন মানুষ গুলো যতেষ্ট!
কষ্ট গুলো লুকানোর জন্যে
সামান্য মিথ্যে হাসি আর
ভালই আছি
বলাটাই যথেষ্ট।
একদিন বুঝবে
তোমার হৃদয়ে আমার
অভাবটা ঠিক কতটা জুড়ে?
প্রার্থনা করবো যেন কোনদিন
নিজের ভুলটা বুঝতে না পারিস।
সহ্য করতে পারবি না
দূরে থাকাটা কঠিন নয়
কঠিন হল তার
দেওয়া স্মৃতিগুলো থেকে
দূরে থাকা।
প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
কিন্তু বেদনা থাকে সারাটি জীবন!
হাজারো রং এর প্রয়োজন
কিন্তু ,সেই মনের আকাশে
কালো মেঘ জমানোর জন্য
একটি ছোট দুঃখই যথেষ্ট।
জীবনটা তখনই সুন্দর ছিল,
যখন ছুটতাম না সুখের পিছু,
বুঝতাম না আসলে বাস্তবতা কি??
আজো স্বপ্নে এলি
আজো হৃদয় পোড়ালি,
আজো কাঁদালি অঝর
আজো বুক ভেঙে দিলি!
তোমার অবহেলা
সহ্য করতে করতে
সত্যি আজ
বড় ক্লান্ত আমি!!
জীবনটা শাবানা আর আলমগীর এর
বাংলা ছায়াছবির মত হয়ে গেছে।
খালি কষ্ট আর কষ্ট।
অতি প্রেমে মধুও বিষ
স্বল্প প্রেমে তক্তাও বালিশ!
নেশা কেটে গেছে,
তবু তুমি রয়ে গেছো!
পুরুষ কাঁদে তখন যখন
কষ্টের সীমা থাকে
মৃত্যুর কাছাকাছি
নারী কাদে তখন যখন
তেলাপোকা থাকে কাছাকাছি!
তুমি ভাবছো ভুলে গেছি
এদিকে আমি কাঁদছি,
তুমি ভাবছো ঘুমিয়ে আমি
আসলে স্বপ্ন আঁকছি!
ভালবাসার জন্য নয়
ভালবাসি বলেই
আজও তোমায় ভালবাসি!
জীবন আসে
জীবন ভাসে অজানা স্রোতে
তবুও জীবন এগিয়ে চলে
আশার লক্ষ্য-পথে।
কেউ শুধু খুঁজল টাকা
কেউ খুঁজল হাসি
শত আঘাত পেয়েও কেউ
বলে ভালবাসি!!
তুই নেই তবু এ মনে তুই আছিস,
আমি নেই তবু কারে ভালবাসিস?
কি করে পারিস?
কষ্টের সময় চোখের
ঘুমও স্বার্থপর হয়ে যায়,
ছেড়ে চলে যায় সবার মত!!
সময় খারাপ যাচ্চে
তবুও বলতে হয় ভালোই আছি:)
জীবন জুড়ে খালি
স্মৃতির মিছিল,
বাঁধন গুলো
আজ বড্ড শিথিল!
তুমি বর্তমান পেয়ে
অতীত ভুলে গেলে।
COMMENTS