তোমার কাছাকাছি - Tomar Kachakachi Lyrics By Lagnajita Chakraborty | Cheeni 2
তোমার কাছাকাছি লিরিক্স – লগ্নজিতা চক্রবর্তী: -
তোমার কাছাকাছি, আদর রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
কি বেহায়া মন, কুড়িয়েছে কখন,
যা বলা ছিল বাকি।
কথা ছিল আমাদের, আদরের আকাশে
উড়ে যাবো দুই শালিক,
মেঘেদের গা ঘেঁষে।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
আমিও তাই তোমার মতই হেসে
রাগ ভাঙানোর বায়না করি এসে,
আমিও তাই তোমার মতই হেসে
রাগ ভাঙানোর বায়না করি এসে,
তোমার চোখেই ঘুমিয়ে যাবো আমি
লুকিয়ে যাবো তোমারই অভ্যেসে।
কথা ছিল আমাদের কাগজের নৌকোতে
মাঝি হয়ে ভাসবো চল, মাপবো ঢেউ দু’জনে।
তোমার কাছাকাছি, আদর রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
কি বেহায়া মন, কুড়িয়েছে কখন,
যা বলা ছিল বাকি
তোমার কাছাকাছি।
Tomar Kachakachi Song Lyrics In Bengali: -
Tomar Kachhakachhi Ador Rekhe Ashi
Haway harano purono ja kichu
Ekai mone rakhi
Tomar Kachakachi Nalish Rekhe Ashi
Ki behaya mon kuriyeche kokhon
Jaa bola chilo baki
Kotha chilo amader adorer akashe
Ure jabo dui shalik megheder gaa ghese
Tomar Kachhakachhi Nalish Rekhe Ashi
Haway harano purono ja kichu
Ekai mone rakhi
Amio tai tomar motoi hese
Raag vanganor bayna kori eshe
Tomar chokhei ghumiye jabo ami
Lukiye jabo tomari obheshe
Kotha chilo amader kagojer noukote
Majhi hoye bhasbo chol makhbo dheu dujone
Tomar Kachakachi Ador Rekhe Ashi
Haway harano purono ja kichu
Ekai mone rakhi
Tomar Kachhakachhi Nalish Rekhe Ashi
Ki behaya mon kuriyeche kokhon
Jaa bola chilo baki
Song : Tomar Kachakachi
Film : Cheeni 2
Singer : Lagnajita Chakraborty
Lyrics : Nilanjan Chakraborty
Music Composed by : Mainak Mazoomdar
Mixed and Mastered by : Shiladitya Sarkar
Director : Mainak Bhaumik
Shrikant Mohta And Mahendra Soni Present
Label : SVF
"তোমার কাছাছি" হল "চিনি 2" ছবিতে প্রদর্শিত একটি সুরেলা গান, যা সুন্দরভাবে গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। হৃদয়গ্রাহী গানের কথা লিখেছেন নীলাঞ্জন চক্রবর্তী, আর সুর করেছেন মাইনাক মজুমদার। গানটির অডিও কোয়ালিটি দক্ষতার সাথে মিক্সিং এবং মাস্টারিংয়ের মাধ্যমে শিলাদিত্য সরকার পালিশ করেছিলেন। মৈনাক ভৌমিকের পরিচালনায়, "চিনি 2" তার সৃজনশীল দলের প্রতিভা প্রদর্শন করে তার শ্রোতাদের জন্য একটি তাজা এবং চিত্তাকর্ষক সঙ্গীত অভিজ্ঞতা নিয়ে আসে। এই মনোমুগ্ধকর রচনাটি SVF লেবেলের অধীনে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি গর্বিতভাবে উপস্থাপন করেছেন, যা সঙ্গীত উত্সাহীদের জন্য একটি আনন্দদায়ক শ্রবণ ভ্রমণের প্রতিশ্রুতি দেয়।
"Tomar Kachakachi" is a melodious song featured in the film "Cheeni 2," sung beautifully by Lagnajita Chakraborty. The heartfelt lyrics were penned by Nilanjan Chakraborty, and the music was composed by Mainak Mazoomdar. The song's audio quality was expertly polished by Shiladitya Sarkar through mixing and mastering. Under the direction of Mainak Bhaumik, "Cheeni 2" brings a fresh and captivating musical experience to its audience, showcasing the talent of its creative team. This enchanting composition is proudly presented by Shrikant Mohta and Mahendra Soni under the label SVF, promising a delightful auditory journey for music enthusiasts.
COMMENTS