বাংলাদেশে সবথেকে বেশি লাভবান ব্যবসা গুলো জেনে নিন - Most profitable business idea for Bangladesh,small manufacturing business ideas in bangladesh, online business ideas in bangladesh, business idea in bangladesh 2019, home based business in bangladesh food business in bangladesh, potential business sectors in bangladesh agro business idea in bangladesh, online business in bangladesh.
বাংলাদেশে সবথেকে বেশি লাভবান ব্যবসা
পড়াশোনা শেষ করার পর প্রায় অনেকর মাথায় একবার হলেও ব্যবসা করার চিন্তা আসে। কিন্তু বাংলাদেশে কোন ব্যবসা লাভজনক হতে পারে,সে ব্যাপারে অনেকেই ধন্দে থাকে।
তাই বর্তমান বাজার এবং মানুষের চাহিদা বিশ্লেষণ করে বাংলাদেশে সবথেকে বেশি লাভবান ব্যবসা / Most profitable business for Bangladesh - গুলো নিয়েই এই প্রতিবেদন। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন, কারণ এখানে নথিভুক্ত প্রতিটা ব্যবসা আপনি খুব কম বিনিয়োগ সহযোগে শুরু করতে পারবেন।
বাংলাদেশের সবথেকে বেশি লাভবান ব্যবসা গুলো (Most profitable business for Bangladesh)
চাহিদার বিচারে এবং একজন নতুন উদ্যোক্তার জন্য নীচের ব্যবসা গুলো সবথেকে বেশি লাভবান,
অনুষ্ঠান পরিচালনা করা ( Event Management Business )
আয়তনের পরিপ্রেক্ষিতে বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। সময়ের সাথে সাথে বাংলাদেশের মানুষজনের জীবনযাপন পদ্ধতি উন্নত থেকে উন্নততর হতে চলেছে। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে বিলাসিতা।
তাদের এই বিলাসিতা তৈরি হচ্ছে ' অনুষ্ঠানের ঝক্কি না পোয়ানোর মনোভাব"।তাই এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষই চাই, তাদের বাড়ির যাবতীয় অনুষ্ঠানের দায়িত্ব কোনো এক event organiser এর হাতে দিয়ে দিতে।
তবে বাংলাদেশে event management business শুরু করার আগে আপনাকে সুপরিকল্পিতভাবে এগোতে হবে। এর জন্য আপনার এলাকায় যদি কোনো event organiser থাকে, তাহলে তাদের প্যাকেজ মূল্য ভালো করে বিশ্লেষণ করুন। নিখুঁত ভাবে ধারনা তৈরি করার চেষ্টা করুন যে তারা কিরকম মূল্যে কি কি পরিষেবা দিচ্ছে।
এক্ষেত্রে কখনই আপনার প্রতিযোগী event organiser দের ধার্য প্যাকেজ মূল্যের থেকে কম মূল্যে পরিষেবা দেওয়ার কথা ভাববেন না, এটা করলে মানুষ আপনার পরিষেবাকে নিম্নমানের পরিষেবা ভেবে বসতে পারে। তাই চেষ্টা করুন ওই একই মূল্যে আকর্ষণীয় কিছু পরিষেবা প্রদান করার। এটা করলে খুব অল্প দিনেই আপনি বাজার ধরে নিতে পারবেন।
তবে event management business শুরু করার জন্য একটা সুগঠিত দল তৈরি করতে হয়, যার জন্য আপনি আপনার বন্ধুদের সাহায্য নিতে পারেন।
টিকিট বুকিং পরিষেবা ( Ticket Booking Service )
বাংলাদেশের জনসংখ্যার একটা বড়ো অংশ কর্মসূত্রে দেশের বাইরে যাতায়াত করে। একটা পরিসংখ্যান অনুসারে, বিশ্বের মোট ৮৯ টি দেশে প্রায় ৭.৮ মিলিয়নের বেশি বাংলাদেশি প্রতিবছর যাতায়াত করে।
তাই প্রতিবছরই যে বিপুল পরিমাণে বিমানের টিকিট বা ট্রেনের টিকিট বা বাসের টিকিট বিক্রি হয়ে থাকে, সেটা বলা বাহুল্য।
তবে আপনি চাইলে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে এইসব টিকিট বুকিং পরিষেবা চালু করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, দিনকে দিন এই ব্যবসায় চাহিদা বাড়বে বৈকি কমবে না। তাই নির্বিঘ্নে এই ব্যবসা শুরু করতে পারেন।
স্টাইলিশ চুল কাটার দোকান ( Hair Salon )
আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে, আপনার এলাকায় যে চুল কাটা দোকানগুলো আছে, তারা খুব বেশি প্রশিক্ষণ প্রাপ্ত হয় না, অথচ এই সব দোকানগুলোতে প্রায় সবসময়ই ভীড় লেগেই থাকে।
সেই দিক থেকে বলতে গেলে, আপনি যদি কোনো ভালো প্রতিষ্ঠান থেকে দক্ষ ব্যক্তিদের কাছ থেকে চুল কাটার প্রশিক্ষণ নিতে পারেন, তাহলে আপনার চাহিদা আপনার এলাকার অন্যান্য দোকানের থেকে বহুগুণ হয়ে যাবে।
তবে বলা বাহুল্য, আপনি hair salon থেকে প্রতিদিন ১০০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।
রকমারি নকশার t-shirt বানান ( custom design t-shirt )
বর্তমানে বাংলাদেশী যুব সমাজের মধ্যে রকমারি লেখা যুক্ত t-shirt এর চাহিদা অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে বাজারের দোকানগুলোতে যে সব design t-shirt পাওয়া যায়, সে গুলোতে আগে থেকেই design করা থাকে।
আপনি এই চাহিদাকে কাজে লাগিয়েই যদি ক্রেতার ইচ্ছা মতো লেখা বা রং ছাপানো t-shirt ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন, তাহলে আপনার ক্রেতাও খুশি হবে আর আপনার ব্যবসাও অল্পদিনেই লাভের মুখ দেখবে।
কোচিং সেন্টার ( Coaching Centre )
আপনি যদি নিজেকে একজন দক্ষ প্রশিক্ষক মনে করেন, তাহলে কোচিং সেন্টারের ব্যবসাটি আপনার জন্য একটা বড়ো সুযোগ বলা যেতে পারে। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক কোচিং সেন্টার গজিয়ে উঠলেও, তাদের বেশির ভাগেরই গুনগতমান অত্যন্ত নিম্ন হয়।
তাই আপনি যদি সৎ ভাবে এবং উপযুক্ত পরিশ্রম দিয়ে কোচিং সেন্টার বানাতে পারেন, তাহলে কখনও আপনার কাছে ছাত্রের অভাব হবে না। এই ব্যবসা থেকে আপনি প্রতিমাসে মোটা অর্থ উপার্জন করতে পারবেন।
তৈরি খাবারের ব্যবসা ( Ready-to-eat food )
বর্তমানে মানুষের ব্যস্ততা এবং আধুনিকতা এতটাই বেড়ে গিয়েছে যে তারা সকাল-সন্ধ্যের টিফিন বাড়িতে বানানোর থেকে বাইরে হোটেলে খাওয়া বেশি পছন্দ করে এবং পুরো বাংলাদেশ ঘুরলে এরকম অনেক কর্মব্যস্ত মানুষ অনেক খুঁজে পাবেন, যাদের কথা মাথায় রেখে শুধুমাত্র রেডি টু ইট মিলের ব্যবসা শুরু করতে পারেন, এক্ষেত্রে আপনি খাবার বানিয়ে প্যাকিং সহকারে ক্রেতার বাড়িতে পৌঁছে দিতে পারেন, এরপরে আপনার বানানো খাবারগুলোর গুনগত মানের উপর নির্ভর করে ব্যবসা বড় হতে থাকবে।
বইয়ের দোকান ( Book Stall )
আজকাল ইন্টারনেটের যুগে যে কোন বিষয় নিয়ে জানার জন্য বইয়ের সাহায্য খুব কম মানুষই নেয়। তবে বেশিরভাগ মানুষই ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পছন্দ করে। কিন্তু তা সত্বেও বইয়ের দোকানের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে।কারণ ইন্টারনেট থেকে আমরা হয়তো সব তথ্য পেয়ে থাকি, কিন্তু যেকোন বিষয়ের গভীরে জ্ঞান আরোহনের জন্য আপনাকে অবশ্যই বইয়ের সাহায্য নিতে হবে, তাই প্রায় সব বইপোকা মানুষকেই দিনের শেষে একবার হলেও বইয়ের দোকানে ছুটতে হয়।
এছাড়া আপনি স্কুল-কলেজ ইত্যাদি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ঘুরে ঘুরে প্রচার করতে পারে এবং বই বিক্রি করতে পারেন। বইয়ের ব্যবসা থেকেও ভালো পরিমাণ রোজগার করতে পারবেন।
কফি ঘর ( Tea/coffee House )
চা বা কফি মানুষ দুটো কারণে খেয়ে থাকে, হয় নেশার কারণে, না হয় শখের কারণে।আপনি যদি আধুনিক ফ্যাশনের কফি হাউস বানাতে পারেন, তাহলে উভয় রকমের ক্রেতাকেই একসঙ্গে পেয়ে যাবেন।
এছাড়াও আপনি আপনার দোকানে চা ও কফির সাথে অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রি করতে পারেন এবং সব মিলিয়ে দিনের শেষে আপনার ব্যবসা আপনার জন্য লাভজনক হয়ে দাঁড়াবে।
ধোপাখানা ( Laundry Service )
'কোনো ব্যবসাই ছোটো হয় না' এধরনের মনোভাব যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে Laundry Service-ঐর ব্যবসা শুরু করতে পারেন। বর্তমান সময়ে মানুষের অত্যাধুনিক বিলাসিতার কারণে তারা অলসতায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এছাড়াও কোনো পরিবারের যদি সকলেই চাকুরীজীবি বা ব্যবসায়ী হয়, তাহলে তারা মূলত সপ্তাহের ছুটির দিনগুলোতে কাপড় চোপড় পরিস্কার করে থাকে,যার ফলে ছুটির দিনেও কোনো বিশ্রাম মেলে না। এই সব মানুষের জন্য আপনি Laundry Service দিতে পারেন।
এই ব্যবসায় আপনাকে খুব অল্প টাকা বিনিয়োগ করতে হবে এবং অল্প দিনের মধ্যেই এই ব্যবসা লাভের মুখ দেখার সম্ভাবনা থাকে।
বিউটি পার্লার ( Beauty Parlour )
এই ব্যবসা মূলত মহিলাদের জন্য। বর্তমানে আধুনিকতার সাথে সাথে মহিলাদের সাজসজ্জার ঝোঁক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, রকমারি ফ্যাশনে সজ্জিত হওয়ার জন্য মহিলাদের আগ্রহের শেষ নেই।
এছাড়াও বিয়ে বাড়িতে কনে সাজানোর বা বর সাজানোর জন্য বিউটিশিয়ানের দরকার হয়। তাই এককথায় বলা যায় বিউটি পার্লারের চাহিদা চিরকালই তুঙ্গে থাকবে সুতরাং সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে আপনি যদি এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে হলফ করে বলতে পারি আপনার আর পিছনে ফিরে তাকানোর কোন দরকার হবে না।
সব শেষে বলে রাখি, প্রতিটি ব্যবসায় ঝুঁকি থাকবে অবশ্যই। তবে আপনি যদি আপনার সততা দিয়ে গ্রাহকের মন জয় করতে পারেন, তাহলে আপনার ব্যবসা কখনই ক্ষতির সম্মুখীন হবে না।
তাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Great, am glad i found this post very resourceful am going to use them all
ReplyDeleteWe're Happy to listening you. Visit again.
Delete