আপনি কি অনলাইনে টাকা ইনকাম করতে চাইছেন? আপনি কি অনলাইনে আয় করার সহজ উপায় খুঁজছেন? অনলাইনে কিভাবে আয় করা যায় জানেন না? Make Money Online জেনে নিন
make money online |
আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকেই চাইছে অনলাইনে আয় ( earn money online in Bangladesh ) করতে। চারিদিকে দুর্নীতির দৌরাত্মে চাকরি-বাকরি পাওয়াটা যেমন দুরহ হয়ে উঠেছে, ঠিক তেমনই ঘুস ছাড়া চাকরি পাওয়াটা রীতিমত সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে! যার কারণেই সবাই চাইছে বাড়ীতে বসে অনলাইনে ইনকাম ( make money online in India ) করার বিশেষ কোনো রাস্তা।
আজকের এই প্রতিবেদনে আমরা অনলাইনে আয় ( earn money online ) করার বিশেষ কিছু রাস্তা আপনাদের কাছে উপস্থাপন করবো, যেখান থেকে আপনারা প্রতি মাসেই খাসা পরিমাণ অনলাইন ইনকাম ( make money online ) পেতে পারেন।
নীচে আপনাদের জন্য সেরা কিছু আউটসোর্সিং ( business process outsourcing ) ওয়েবসাইটের ব্যাপারে জানাবো, যেখান থেকে আপনারা প্রতিদিন হাজার হাজার টাকা অনলাইনে ইনকাম ( make money online ) করতে পারবেন, এবং এই সব আউটসোর্সিং ( business process outsourcing ) সবগুলোই বিশ্বমানের খ্যাতিসম্পন্ন, যে সব জায়গা থেকে আপনি নিজস্ব দক্ষতা কে কাজে লাগিয়ে
আউটসোর্সিং ( business process outsourcing ) এর মাধ্যমে বাড়ীতে বসে বিদেশী মুদ্রা ( earn money online ) উপার্জন করতে পারবেন।
আউটসোর্সিং ( business process outsourcing ) এর মাধ্যমে বাড়ীতে বসে বিদেশী মুদ্রা ( earn money online ) উপার্জন করতে পারবেন।
আউটসোর্সিং ওয়েবসাইটের তালিকাঃ-
Upwork :-
অনলাইনে ইনকাম করার সব থেকে প্রসিদ্ধ জায়গা হল Upwork। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ Upwork থেকে কাজ খুঁজে নিতে সক্ষম হচ্ছে, এবং তারা অনলাইনে আয় ( earn money online ) করছে।
Upwork-এ যে সব কাজ পেতে পারেনঃ-
সামগ্রী লিখন, প্রযুক্তিগত রচনা, কপিরাইটিং, অ্যান্ড্রয়েড বিকাশ, গেম ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, ওয়েব বিকাশ, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব প্রোগ্রামিং, এসইও বিশেষজ্ঞ, সফ্টওয়্যার প্রোগ্রামিং, ভার্চুয়াল সহায়তা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বুককিপিং ইত্যাদি কাজ করে আপনিও অনলাইনে আয় ( earn money online ) করতে পারবেন।
এই আউটসোর্সিং ওয়েবসাইটটি মূলত বাংলাদেশি freelancer দের জন্যই বানানো হয়েছে, আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে আপনি এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ করে প্রতিমাসে লাখ লাখ টাকা অনলাইনে আয় করতে পারবেন।
Out Source my Job- এ যে সব কাজ পেতে পারেনঃ-
যদি আপনি ভালো লিখতে পারেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, ওয়েব পৃষ্ঠা নকশা করতে জানেন, কাস্টমার কেয়ার সহায়তা, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, ইত্যাদি কাজ আপনি এখানে পেয়ে যাবেন।
পিপল পার হাওয়ার ওয়েবসাইট থেকে এখনও পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি ফ্রিলান্সার কাজ পেয়েছে, এছাড়া এক লাখেরও বেশি কোম্পানি তাদের কাজ এই ওয়েবসাইটের মাধ্যমে করিয়েছে, যেখান থেকে বহু ফ্রিলান্সার কোটি কোটি টাকা অনলাইনে ইনকাম করে নিয়েছে।
People Per Hour- এ যে সব কাজ পেতে পারেনঃ-
Technology & Programming, Writing, Translators, Design, Digital Marketing, Video & Photo & Image, Business, Music, Audio, Marketing, Branding, Sales, Social Media - যাবতীয় সম্পর্কিত বিভিন্ন প্রকারের কাজ এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।
Fiverr :-
বাংলাদেশের ফ্রিলান্সারদের অন্যতম বিশ্বস্ত ওয়েবসাইট হল Fiverr, যেখানে অ্যাকাউন্ট বানাতেও খুব বেশি সময় লাগে না, এবং যেকেউ অ্যাকাউন্ট বানাতে সক্ষম হয়। আপনি যদি অনলাইনে ইনকাম করার জন্য একান্তই মনস্থির করে থাকেন, তাহলে ধৈর্য সহকারে Fiverr -এ কাজ খোঁজার চেষ্টা শুরু করে দিন, প্রথম দিকে কাজ পেতে অনেক দেরী হবে, তবে যখন আপনি কাজ পেতে শুরু করবেন, তখন আর ফুরসৎ পাবেন না।
Fiverr- এ যে সব কাজ পেতে পারেনঃ-
প্রযুক্তিগত
রচনা, কপিরাইটিং, অ্যান্ড্রয়েড বিকাশ, গেম ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং,
ওয়েব বিকাশ, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব প্রোগ্রামিং, এসইও বিশেষজ্ঞ,
সফ্টওয়্যার প্রোগ্রামিং থেকে শুরু করে যাবতীয় সকল কাজ আপনি এখান থেকে পেতে পারেন।
তবে আনলাইনে আয় করার পথে যাওয়ার আগে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ ইন্টারনেটের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে বহু ঠকবাজের দল, যারা সদা সর্বদা আপনার দুর্বলতার সুযোগ নিতে সচেষ্ট থাকবে।
COMMENTS